Primary TET 2022; প্রাইমারী টেট 2022 এর তারিখ ও শূন্য পদ এর ঘোষণা

Primary TET 2022; প্রাইমারী টেট 2022 এর ঘোষণা ও তারিখ:

এই মুহূর্তে সব থেকে বড় খবর; প্রাথমিক টেট সংক্রান্ত বিরাট আপডেট এই মুহূর্তে চলে এসেছে প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান শ্রী গৌতম পাল মহাশয়় এখনি জানিয়ে দিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন করে টেট পরীক্ষা হতে চলেছে 11 ডিসেম্বর 2022। অর্থাৎ 11 ডিসেম্বর 2022 সালের টেট পরীক্ষা হতে চলেছে।

যে সমস্ত প্রার্থী এর আগে উত্তীর্ণ হয়েছেন তাদেরও রেজিস্ট্রেশন শুরু হবে কালীপুজোর আগে এবং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 11000 শূন্য পদে টেট পরীক্ষা হবে। এবং দুর্গা পূজার আগেই পোর্টাল খুলে দেওয়া হবে একথা নিজের মুখে জানিয়ে দিলেন শ্রী গৌতম পাল মহাশয়। দুটো নোটিফিকেশন জারি করার কথা জানিয়েছেন একটা হল নোটিফিকেশন এবং অন্যটা হল রিকুটমেন্ট নোটিফিকেশন। টিচার এলিজিবিলিটি টেস্ট নোটিফিকেশন টা হল নতুন প্রার্থীদের জন্য এবং অন্য টা হল টেট উত্তীর্ণ হয় দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের জন্য। তিনি জানিয়েছেন এবার থেকে পশ্চিমবঙ্গে প্রতিবছর টেট নেওয়া হবে।

 

এর পরবর্তী আপডেট হলে আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেবো। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবর ও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট tech4 todays.com ফলো করুন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হতে পারেন। আমাদের fachbook পেজে প্রত্যেকটি আপডেটের লিংক দেওয়া হয়।